ভারত থেকে কাঁচা মরিচ আমদানি, কমবে দাম

Share Now..


হঠাৎ করেই সরবরাহ কমে গেছে কাঁচা মরিচের। ফলে কয়েকগুণ দাম বেড়ে দেশের বিভিন্নস্থানে বিক্রি হচ্ছে ২০০-২৬০ টাকা কেজিতে। এ অবস্থায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানির উদ্যোগ নেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। শনিবার (৬ আগস্ট) দুপুর ২টায় দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর এই পর্যন্ত ৬০ মেট্রিকটন কাঁচা মরিচ নিয়ে ভারতীয় ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করে। আমদানি করা কাঁচা মরিচ বাজারে সরবরাহ করা হলে দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের।

বন্দরের ব্যবসায়ী বাবলুর রহমান জানান, ঈদের আগে থেকে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। বর্তমানে দাম বেড়ে হিলি সহ দেশের বিভিন্নস্থানে ২০০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি। বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করার উদ্যোগ নেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। এই অবস্থায় শনিবার দুপুরে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

তিনি আরও জানান, খালাসের পর আমদানি করা কাঁচা মরিচ বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এরফলে দাম অনেক কমে আসবে। ক্রেতারা কম দামে কাঁচা মরিচ কিনতে পারবেন।
এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার কামরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আমদানি করা কাঁচা মরিচের শুল্কায়ণ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ফলে ব্যবসায়ীরা সঠিক সময়ে পণ্যটি তাদের গন্তব্যস্থলে নিতে পারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *