ভারত থেকে ট্রেনে পেঁয়াজের প্রথম চালান ঢুকেছে দর্শনা রেল বন্দরে

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দর্শনা রেলপথে প্রথম ভারত থেকে বাংলাদেশে ট্রেনের ৪২ ওয়াগনে প্রায় ১৬শ ৫০ মেট্রিকটন পেঁয়াজের বড় একটি চালান দর্শনা বন্দরে এসে পৌছেছে। পবিত্র রমজান মাসে পেঁয়াজ সংকট না হয় এবং দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) এই পেঁয়াজ আমদানি করেছে। রোববার ৩১ মার্চ সন্ধায় পেঁয়াজের এই চালান দর্শনা আন্তর্জাতিক রেল বন্ধরে পৌছায়। দর্শনা আন্তর্জাতিক স্টেশন ম্যানেজার মির্জা কামরুর হাসান জানান, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবির) ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছিল, রেল পথে তার প্রথম চালানটি রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতের গেদে সিমান্ত হয়ে থেকে বাংলাদেশের দর্শনা রেল বন্দরে এসে পৌছেছে। ট্রেনের (মালগাড়ি) মোট ৪২ ওয়াগনে প্রায় ১৬শ ৫০ মেট্রিকটন পেঁয়াজ প্রথম চালানে আনা হয়েছে। তবে আমদানি করা ভারতীয় পেঁয়াজ ভর্তি ওয়াগন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর থেকে সন্ধা ৬ টায় সিরাজগঞ্জ উল্লাপাড়ার উদ্দেশ্যে নেয়া হয়েছে। সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে পেঁয়াজ খালাস করে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে পাঠানোর ব্যাবস্থা করা হবে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু জানান, দেশে পেঁয়াজ নিয়ে বরাবরেরমত যেন কেউ গুদামজাত করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে পারে, এবং কেউ যেন বাজার নিয়ন্ত্রণ করে চড়া দাম হাকিয়ে সাধারন মানুষকে বিপদে ফেলে বিপুল অর্থ কামাতে না পারে, সে জন্যই বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ভারত থেকে পেঁয়াজ আমদানি করেছে। যে চালানটি রবিবার বিকেলে দর্শনা রেল বন্দরে এসে পৌছায়। তবে পর্যায়ক্রমে পেঁয়াজের আরো চালান আসার সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *