ভারত-পাকিস্তানের বিবাদে বাতিল হলো চ্যাম্পিয়নস ট্রফির ইভেন্ট

Share Now..

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যেতে চায় না ভারত। বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অন্যদিকে পাকিস্তানেই টুর্নামেন্টটি আয়োজন করতে চায় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দুই দেশের চাপে পড়ে এবার বাতিল হলো একটি ইভেন্ট।

সোমবার (১১ নভেম্বর) লাহোরে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট হওয়ার কথা ছিল। তবে তা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি সম্পর্কিত একটি ইভেন্ট আইসিসি বাতিল করেছে। ভারতের ম্যাচগুলোর সূচি তৈরি নিয়ে ঝামেলাই মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। আইসিসির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘সূচি এখনো নিশ্চিত হয়নি। আমরা এখনো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ও অংশগ্রহণ করা দলগুলোর সঙ্গে আলোচনা করছি। একবার নিশ্চিত হলেই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব।’ নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তা বলেন, ‘এটা ছিল শুধুই টুর্নামেন্টের প্রচারণামূলক এক অনুষ্ঠান। সেই ইভেন্ট নিয়ে এখনো কাজ চলছে। যদিও সূচি আবার বদলানো হতে পারে কারণ লাহোর স্টেডিয়ামে বাইরের কাজ চলার কারণে এখন অনেক কঠিন হয়ে গেছে ব্যাপারটা।’ এর আগে সবশেষ এশিয়া কাপেরও আয়োজক দেশ ছিল পাকিস্তান। সেবারও যায়নি ভারত। তাদের জন্য ‘হাইব্রিড’ মডেলে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টটি। সে সময় থেকে গুঞ্জন চলছিল চ্যাম্পিয়নস ট্রফিতেও না খেলতে যাওয়া নিয়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *