ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা
আগামী মাসে ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য চার স্পিনার রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অভিজ্ঞ স্পিনার নাথান লিওনের সঙ্গে আছেন অ্যাস্টন আগার, মিচেল সুইপসন ও টড মার্ফি। এরমধ্যে নতুন মুখ ভিক্টোরিয়ার অফ স্পিনার মার্ফি।ভারত সফরে স্পিন সহায়ক উইকেট বিবেচনায় দলে অতিরিক্ত স্পিনার রেখেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। ক্যারিয়ারে এ পর্যন্ত প্রথম শ্রেণির ৭টি ম্যাচ খেলা ২২ বছর বয়সী মার্ফির শিকার ২৯ উইকেট। গেল মাসে শেফিল্ড শিল্ডের সর্বশেষ রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ৭ উইকেট নিয়ে ভিক্টোরিয়ার জয়ে অবদান রাখেন মার্ফি। ক্যারিয়ারে এ পর্যন্ত ৪ টেস্টে ১০ উইকেট শিকার করা সুইপসন গেল বছর জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে গল-এ সর্বশেষ টেস্ট খেলেছেন। অন্যদিকে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলেছেন অ্যাস্টন আগার। দলে থাকলেও আঙুলের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না দলের সেরা পেসার মিচেল স্টার্ক। মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে ইনজুরিতে পড়েন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও খেলতে পারেননি তিনি। সুস্থ হয়ে উঠতে পারলে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন স্টার্ক। বক্সিং ডে টেস্টে আঙুলে হওয়া ফ্র্যাকচার থেকে সুস্থ হয়ে ওঠায় দলের সঙ্গে ভারত যাবেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলার সুযোগ না পেলেও ভারত সফরের দলে জায়গা ধরে রেখেছেন পেসার ল্যান্স মরিস। অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডে ৫ ম্যাচে ২৭ উইকেট নিয়ে এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি।
Dominate the game with strategic moves and lightning reflexes Lucky Cola