ভারী বৃষ্টিতে বিধ্বস্ত তামিলনাড়ু, এক স্টেশনেই আটকা ৫০০ যাত্রী

Share Now..

ভারী বৃষ্টিতে বিধ্বস্ত ভারতের তামিলনাড়ু। ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার রাজ্যটির তুতিকোরিন জেলার শ্রীবৈকুন্তম রেলওয়ে স্টেশনে প্রায় ৫০০ যাত্রী আটকা পড়ে। স্টেশনের চারদিকে পানি আর রেললাইনের ক্ষতি হওয়ায় বন্ধ ছিল ট্রেন চলাচল। খবর এনডিটিভির।

বৃষ্টিতে মাটি ক্ষয়ের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনের নিচে মাটি সরে গেছে, শুধু সিমেন্ট স্ল্যাবসহ লোহার ট্র্যাকগুলো ঝুলে আছে।

স্টেশনে যাওয়ার রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে। ট্রেনটি তিরুচেন্দুর থেকে চেন্নাই যাচ্ছিল।

দক্ষিণ রেলওয়ের চিফ পিআরও গুহানেসান এনডিটিভিকে জানিয়েছেন, ‘যাত্রীরা নিরাপদে আছেন। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) স্টেশনে পৌঁছানোর চেষ্টা করছে। খাবার পাঠানোর চেষ্টা চলছে।’

কিছু কিছু এলাকায় বৃষ্টির অবকাশ থাকলেও বাঁধ থেকে উদ্বৃত্ত পানি ছাড়ার কাজ অব্যাহত থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজ্যের দক্ষিণাঞ্চলে বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ১৯ ডিসেম্বর অ্যাপয়েন্টমেন্ট চেয়ে চিঠি লিখেছেন।

কন্যাকুমারী, থুথুকুডি, তেনকাসি ও তিরুনেলভেলি, দক্ষিণেরেএই চারটি জেলা অত্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুতিকোরিনের কায়ালপট্টিনামে ২৪ ঘণ্টায় ৯৫ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

পাপানাসাম বাঁধ থেকে জল ছাড়ার সঙ্গে সঙ্গে থামরাপারানি নদী প্রবাহিত হয়েছে। এর ফলে তুতিকোরিন ও তিরুনেলভেলির বেশ কয়েকটি নিচু অংশের বাড়িতে পানি ঢুকেছে। এই চার জেলায় সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *