‘ভালো খেলার প্রতিশ্রুতি দিতে পারি’
চারবার সাফের গ্রুপ পর্ব হতে বিদায় নেওয়া বাংলাদেশ আরেকটি সাফে খেলতে মঙ্গলবার মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপে খেলা ১-১৬ অক্টোবর। কাল দুপুরে মালদ্বীপ রওনা হবে ফুটবল দল। সরাসরি ফ্লাইটে মালদ্বীপের মালেতে চলে যাবে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন এবং অধিনায়ক জামাল ভুইয়া দুপুরে এসেছিলেন বাফুফের সংবাদ সম্মেলনে কক্ষে। কথা বললেন সাফ নিয়ে। অধিনায়ক জামাল সরাসরি জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা সাফে নামবেন।
ইংলিশ কোচ জেমি ডে’র বদলে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন এক সপ্তাহ হয় দায়িত্ব গ্রহন করেছেন। এর মধ্যে তিনি দলটাকে গোছানোর চেষ্টা করেছেন। ব্রুজন বলেন, ‘সাফের ট্রফি জিতব এমন প্রতিশ্রুতি দেব না। তবে প্রতিশ্রুতি দিতে পারি খেলোয়াড়রা অন্য ষ্টাইলে খেলবে।’ জেমির অধিনে বাংলাদেশের খেলোয়াড়রা রক্ষনাত্নক ফুটবল খেলতেন। ব্রুজন সেই ধারা বদল করতে চান। বল ধরে খেলতে হবে এবং আক্রমনাত্বক ফুটবল খেলতে হবে।
ব্রুজন বললেন, ‘এক সপ্তাহ অনুশীলন যথেষ্ট নয়। উন্নতি করার জন্য সবক্ষেত্রেই আমরা কাজ করছি। আমাদের কোচিং ষ্টাফদের সঙে খেলোয়াড়দের মধ্যে একটা বুঝাপড়া তৈরি হয়েছে। কিভাবে রক্ষণ সামাল দিতে হবে। কিভাবে মাঝমাঠ দখলে রাখা যায়, কিভাবে আক্রমন করা যায়। আমাদের মধ্যে একটা পারফেক্ট বন্ডিং তৈরি হয়েছে।কোচ ব্রুজন চাইছেন ভিন্ন আঙিকে খেলবেন সেদিকে তার নরজ। ট্রফির প্রতিশ্রুতি দেবেন না। আর জামাল বললেন ট্রফি জয়ের জন্য খেলবেন। জামাল বললেন, ‘আমাদের সবার টার্গেট হচ্ছে ট্রফি জয় করা। ফাইনাল খেলব। কোচ যেটা বলতে চাইছেন সেটা ফাইনাল পর্যন্ত যেতে একটা প্রসেস আছে। আমরা যেন সেই প্রসেসটা মেনে এগিয়ে যেতে পারি।’১ অক্টোবর সাফের উদ্বোধনী দিনেই প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ব্রুজন এবং জামাল টার্গেট করেছেন তারা প্রথম ম্যাচটা জয় করে উতরে যেতে চান। কোচ ফাইনালের টার্গেট নিয়ে মালদ্বীপ যাচ্ছেন। এই কোচ আগেও মালদ্বীপে কাজ করেছেন এবং সেখানে বসুন্ধরা কিংসকে নিয়ে খেলে এসেছেন। সেখানকার সবকিছুই তার জানা। মালদ্বীপের ক্লাব কোচিংয়ে জড়িত ছিলেন অনেক দিন। আর বসুন্ধরা কিংসকে নিয়ে এবার এএফসি কাপ ফুটবলে খেলে এসেছেন। সেখানে মালদ্বীপের খেলোয়াড়দের সম্পর্কে নতুন সবকিছু তার জানা থাকার কথা। আর ভারতের ক্লাবও সেখানে খেলেছে। ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর বিপক্ষেও খেলে এসেছে বসুন্ধরা কিংস। এসব কিছু মিলিয়ে সাফের শক্ত প্রতিপক্ষ ভারত এবং মালদ্বীপের খেলোয়াড়দের সম্পর্কে আপডেট জানা আছে। আর এখন যারা জাতীয় দলে খেলতে যাচ্ছেন তারা করোনার সময় নেপালের দুই ম্যাচ খেলে এসেছেন। সম্প্রতিক সময়ের এসব পারফরম্যান্স বিচারে বাংলাদেশকে নতুন করে প্রমান করতে হবে। সাফের ফরমেশন হচ্ছে ৫ দলের খেলা হবে রবীন লিগ পদ্ধতিতে। সর্বচ্চো পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে ১৬ অক্টোবর। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপাল লড়াই করবে সাফে।