ভিড় নেই ট্রেনে, কমেছে ভোগান্তিও
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। তবে এবার ভোগান্তির সঙ্গে ভিড়ও কমে এসেছে কমলাপুর রেলস্টেশনে।
শনিবার (১৫ জুন) সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, গত দুই দিনের তুলনায় আজ বেশ স্বস্তি নিয়েই রেলপথে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সময় মেনে ট্রেন ছেড়ে যাওয়ার সঙ্গে যাত্রীদের চাপ কম থাকায় ভোগান্তির তেমন খবর পাওয়া যায়নি।
কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহ-জামালপুর আর উত্তরবঙ্গের সবগুলো ট্রেনেই যাত্রী ছিল আগের তুলনায় কম। গত দুইদিনে উত্তরাঞ্চলের ট্রেনে যেরকম গাদাগাদি করে গেছেন, আজকে তেমনটা দেখা যায়নি। যদিও সকালে ছেড়ে যাওয়া রংপুর আর একতা এক্সপ্রেসে ভিড় ছিল। তবে সব যাত্রীই ট্রেনে উঠতে পেরেছেন। খুব একটা বেগ পেতে হয়নি। এছাড়া সিলেট ও চট্টগ্রামের ট্রেন অনেকটা ফাঁকা।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ শনিবার ঈদযাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ৬৯টি ট্রেন ঢাকার কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাবে। এর মধ্যে ৪৩টি আন্তঃনগর ও দুটি ঈদ স্পেশাল রয়েছে। বাকিগুলো কমিউটার এবং মেইল ট্রেন।