ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়, আনচেলত্তির মাইলফলক

Share Now..

আন্তর্জাতিক বিরতির আগে লা লিগায় নিজেদের শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। বিরতি যাওয়ার আগে শেষটা রাঙিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ওসাসুনাকে ৪-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা।

এই জয়ে মাইলফলক ছুঁয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ক্লাবটির হয়ে ২০০তম জয় ম্যাচ জয়ের কীর্তি গড়েছেন এই কোচ। শনিবার (১৬ মার্চ) রাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। তবে সপ্তম মিনিটেই সমতায় ফেরে ওসাসুনা। আন্তে বুদিমির গোল করে দলকে সমতায় ফেরান।

এরপর ম্যাচের ১৮ মিনিটে ফের লিড নেয় লস ব্লাঙ্কোরা। ভালভার্দের পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন দানি কার্ভাহাল। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬১ মিনিটে ফের গোলের দেখা পায় আনচেলত্তির শিষ্যরা। ব্রাহিম দিয়াজ গোল করে দলের লিড বাড়ান। এরপর ম্যাচের ৮৩ মিনিটে অসাধারণ এক গোল করে নিজের জোড়া পূর্ণ করেন ভিনিসিয়ুস। 

ম্যাচের অতিরিক্ত সময়ে ইকের মুনজ গোল করে ব্যবধান কমায় ওসাসুনা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ২৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭২ পয়েন্ট। সমান ম্যাচ থেকে জিরোনার সংগ্রহ ৬২ পয়েন্ট। আর ২৮ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৬১ পয়েন্ট।   

One thought on “ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের জয়, আনচেলত্তির মাইলফলক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *