ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুংয়ের পদত্যাগ

Share Now..

প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার এক বছরের মাথায় পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। নিজ প্রদেশে একটি দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্ক থাকার কারণে তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বৈঠকের পর এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, থুং পার্টির নীতি ভেঙেছেন এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। গত বছর দুর্নীতির দায়ে আরেক প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করার পর থুংকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতারা সমস্যা হিসেবে দুর্নীতিকে অগ্রাধিকার দিয়ে জরুরিভিত্তিতে এর সমাধান করার চেষ্টা করছেন। দেশটিতে সাধারণত সতর্ক পরিকল্পনা ও ক্রম পদক্ষেপের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন করা হয়। তাই মাত্র এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে দুর্নীতি কেলেঙ্কারির জন্য পরপর দুইজন প্রেসিডেন্ট হারানো এটাই তুলে ধরছে যে, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশটিতে ঘুষ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে আর কমিউনিস্ট পার্টির পক্ষে তা মোকাবিলা করা কঠিন হয়ে যাচ্ছে।  

ভিয়েতনামের রাজনীতির শীর্ষ ‘চারটি পদের’ মধ্যে প্রেসিডেন্ট অন্যতম। এই চারটি পদের মধ্যে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সবচেয়ে ক্ষমতাবান, তবে প্রেসিডেন্টেরও উল্লেখযোগ্য কর্তৃত্ব আছে। অপর দুইজন হলেন প্রধানমন্ত্রী ও জাতীয় পরিষদের চেয়ারম্যান। গত বছর থুংকে যখন বেছে নেওয়া হয়েছিল তখন তাকে অপেক্ষাকৃত তরুণ ও দক্ষ একজন প্রেসিডেন্ট হিসেবেই দেখা হয়েছিল। তিনি দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দেওয়া কমিউনিস্ট পার্টির প্রধান নুয়েন ফু চাংয়ের সমর্থিত প্রার্থী ছিলেন। কিন্তু এখন পূর্বসূরি নুয়েন শোয়ান ফুকের মতো থুংকেও চাপের মুখে পদত্যাগ করতে হল। 

সরকার পাটির ভাবমূর্তি ক্ষুণ্নের কথা বললেও মাত্র কিছু দিন আগে থুংয়ের নিজ প্রদেশ কুয়াং নাইয়ের এক সাবেক নেতাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। থুং কুয়াং নাইয়ের দলীয় প্রধান থাকাকালে ঐ নেতা তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *