‘ভিলিয়ার্সের আরও ভালো সংস্করণ সূর্যকুমার’

Share Now..

মাঠের চারেদিকে শট খেলার জন্য ‘৩৬০ ডিগ্রি ক্রিকেটার’ হিসেবে ডাকা হতো দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকে। তার মতো চারেদিকে শট খেলতে পারেন ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। ডি ভিলিয়ার্সের অবসরের পর সাম্প্রতিক সময়ে ‘৩৬০ ডিগ্রি ক্রিকেটার’ হিসেবে সূর্যকুমারকেই বিবেচনা করা হয়ে থাকে। সূর্যকুমার ভিলিয়ার্সের আরও ভালো সংস্করণ বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।  

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করেন সূর্যকুমার। ১৯ বলে করেন ৫২ রান। এমন ইনিংস খেলার পর ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসকে সাবেক স্পিনার হরভজন বলেন, ‘সূর্যকুমার এখন আলাদা একটা পর্যায়ে চলে গেছে। যখন সে জ্বলে ওঠে, তখন আর কারও বাঁচার উপায় নেই!’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই ভিলিয়ার্সকে দেখেছি, অবিশ্বাস্য একজন খেলোয়াড় ছিল। কিন্তু যখন আমি সূর্যকুমারকে দেখি, তখন তাকে আমার ভিলিয়ার্সের আরও ভালো একটি সংস্করণ বলে মনে হয়। টি-টোয়েন্টিতে এখন যারা খেলছে, তাদের মধ্যে নিজের ফ্র্যাঞ্চাইজি দলকে বাকি সবার চেয়ে সে বেশি সংখ্যক ম্যাচ জিতিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *