ভিয়েনায় চীনা দূতাবাসের সামনে উইঘুর প্রবাসীদের বিক্ষোভ

Share Now..


ভিয়েনায় অবস্থিত চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে উইঘুর মুসলিম প্রবাসীরা। উরুমকি গণহত্যার ১৩তম বার্ষিকি উপলক্ষ্যে এই বিক্ষোভ করেছেন তারা।

এর আগে, বুধবার আরও একটি বিক্ষোভে অংশ নেয় উইঘুর প্রবাসীরা। সেখানে ১২ থেকে ১৫ জন অংশ নেন। এসময় তারা উরুমকি গণহত্যার নিন্দা জানান।

ভিয়েনা উইঘুর কমিউনিটি প্রেসিডেন্ট মেভলান দিলশান্ত বলেন, ১৩ বছর আগে ৫ জুলাই উরুমকি গণহত্যা সংগঠিত হয়। এই ঘটনার সঙ্গে চীনে চলমান গণহত্যার স্মরণে এই বিক্ষোভের আয়োজন।

২০০৯ সালের ৫ জুলাই জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিকে ভয়াবহ দাঙ্গা সৃষ্টি হয়। দুই উইঘুর মুসলিমকে হত্যার দায়ে বিক্ষোভরত উইঘুরদের ওপর হামলা করে চীনা বাহিনী। যার কারণে কয়েক শত বিক্ষোভকারীর মৃত্যু হয়। আহত হয় কয়েক হাজার।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ১৯৭ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। ১ হাজার ৭২১ জন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *