ভুয়া এনজিওর নামে ৬ কোটি টাকা আত্মসাত, আটক ৫

Share Now..


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘সূচনা সমাজ উন্নয়ন সংস্থা’ নামে এক ভুয়া এনজিওর মালিকসহ ৫ জনকে আটক করেছেন র‌্যাব-৫। বুধবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হচ্ছেন, সূচনা সমাজ উন্নয়ন সংস্থার মালিক মোবারকপুর ইউনিয়নের কালীচক গ্রামের মো. লাইসেন আলীর ছেলে মো. অলিউর রহমান (৪০), একই ইউনিয়নের গঙ্গরামপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে মো. ফরহাদ হোসেন (২৮), কান্তীনগর গ্রামের উজাল সাহার দুই ছেলে মো. শাহজাহান আলী (২৬), মো. সেবারুল রহমান (২৫), ও দড়িচক গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মো. সাকিবুল হাসান (২৮)।বুধবার গভীর রাতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজার এলাকায় মো. তৌহিদুর রহমান মিয়ার ১তলা বিল্ডিং বাড়ির ভেতর সূচনা সমাজ উন্নয়ন সংস্থার অফিস থেকে ৫ সদস্যকে আটক করা হয়। ভুয়া এনজিওর নামে সাধারণ মানুষের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাত করেছে। প্রতারক চক্রের কাছ থেকে ১ হাজার ৫৪০টি পাশ বই, ৭৫টি ব্যাংকের চেক, ৭টি মোবাইল ফোন, ৭৫ সীল, ১০টি সীমকার্ড-১০টি ও ১টি ব্যাগ উদ্ধার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

One thought on “ভুয়া এনজিওর নামে ৬ কোটি টাকা আত্মসাত, আটক ৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *