ভুয়া চিকিৎসক হয়েও চক্ষু ক্যাম্প পরিচালনা \ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গায় চক্ষু ক্যাম্পের নামে মানুষের সাথে প্রতারণার অভিযোগে মনজুরুল ইসলাম (২৪) নামের এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) বিকেল ৫টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এ জরিমানা করা হয়। দÐপ্রাপ্ত মনজুরুল ইসলাম মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া বি.এম আই কেয়ারের চক্ষু চিকিৎসক হিসেবে চিকিৎসা দিতেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধ দাস। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়ার বি.এম আই কেয়ার নামে একটি প্রতিষ্ঠান এরশাদপুরে চক্ষু ক্যাম্প পরিচালনা করছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালান ইউএনও স্নিগ্ধা দাস। এসময় দেখা যায় যিনি চিকিৎসাসেবা প্রদান করছেন তিনি আসলে চিকিৎসক না। তিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মাত্র। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২(১) ও ২৯(১) ধারায় ভুয়া চিকিৎসক মনজুরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস বলেন, চিকিৎসক না হয়েও তিনি চোখের মতো স্পর্শকাতর বিষয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। এটা মানুষের সাথে প্রতারণা। তাই মনজুরুল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।