ভেড়ামারায় ৬ টি মামলায় অর্থদন্ড প্রদান

Share Now..

 
জাহিদ হাসান:

বুধবার কুষ্টিয়ার ভেড়ামারা রেল বাজার ও কলেজ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। তিনি ফুটপাত দখলমুক্ত, বাজারে তরমুজ, ছোলা,চাউল, তেল সহ নানা দ্রব্যের ক্রয় বিক্রয় রিসিভ ও বিক্রেতাদের ওজন পর্যবেক্ষন করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, সড়ক পরিবহন আইন ২০১৮ ও  দন্ডবিধি ১৮৬০ এ ৬ টি মামলায় মোট ২৭০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন, ভেড়ামারায় দ্রব্য মূল্যের দাম যাতে ব্যবসায়ীরা বাড়াতে না পারে ও ক্রেতারা সঠিক দামে ক্রয় করতে পারে এবং যানযট দূর করতে ফুটপাত দখলমুক্ত রাখা। এজন্যে ভেড়ামারা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, সড়ক পরিবহন আইন ২০১৮ ও  দন্ডবিধি ১৮৬০ এ ৬ টি মামলায় মোট ২৭০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *