ভেনেজুয়েলায় ভূমিধস ও বন্যায় অন্তত ২০ জন নিহত
ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলিয় মেরিদা প্রদেশে ভারি বর্ষণের পর ভূমিধস ও বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১৭ জন। বন্যার কারণে ভেনেজুয়েলার অন্তত ৯ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। মেরিদা প্রদেশের গভর্নর জানিয়েছেন, বন্যায় ১২শ’র বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আটকা পড়েছে আড়াই হাজারের বেশি মানুষ। বেশ কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়েছে টেলিফোন সংযোগ। বন্যার পানিতে ট্রান্সফর্মার নষ্ট হয়ে যাওয়ায় বেশ কিছু শহর ও গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশটির ৫৭ মিউনিসিপ্যালিটির ৫৪ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। অন্তত ১৪০ জন জরুরি কর্মীসহ উদ্ধারকাযে সহায়তা করছে দেশটির সেনাবাহিনী। বন্যা কবলিত এলাকাগুলোতে খাবার, ওষুধ, বিশুদ্ধ পানিসহ জরুরি ত্রাণ পাঠানোর আহবান জানিয়েছে দেশটির সরকার।
Wow, incredible weblog layout! How long
have you been blogging for? you make blogging look easy. The full look of your site is excellent, let
alone the content! You can see similar here sklep