মঞ্চে নবরসের ‘ঊনপুরুষ’

Share Now..

নতুন নাটক নিয়ে মঞ্চে আসছে নাট্যদল নবরস। অপু মেহেদীর রচনা ও সৈয়দা শামছি আরা সায়েকার নির্দেশনায় ‘ঊনপুরুষ’ দিয়ে নাট্যযাত্রা শুরু করেছে দলটি। আজ রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হবে নাটকটি। প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

নাটকটিতে অভিনয় করেছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, নূর-এ-খোদা মাশুক সিদ্দীক, সৈয়দা শামছি আরা সায়েকা, জিসান আদিত্য জয়, নুসরাত জাহান বন্যা, সাদিকা মালিহা শখ, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি, বন্যা, শখ প্রমুখ। ঊনপুরুষ নাটকের  আলো ও মঞ্চ পরিকল্পনায় সাইফুল ইসলাম, পোশাক উপদেষ্টা ওয়াহিদা মল্লিক জলি, সংগীত পরিকল্পনায় এবি সিদ্দিক এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন সাইফ মাহমুদ।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় নবরস নৃত্য ও নাট্যদল। প্রতিষ্ঠার পর বেশ সময় নিয়েই দলটি মঞ্চে আনছে তাদের প্রথম প্রযোজনা ঊনপুরুষ। এটি একজন আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প। তথাকথিত সমাজের নিয়মের জাঁতাকলে পিষ্ট হয়ে এক সংকটময় পথে চলতে থাকে যার অনিশ্চিত জীবনযাত্রা।

নাট্যকার অপু মেহেদী বলেন, ‘শুধুমাত্র জন্মসূত্রে প্রাপ্ত লিঙ্গ পরিচয় দিয়েই মানুষের আত্মনির্ণয় ঘটে না। এক্ষেত্রে জেন্ডার বা সামাজিক লিঙ্গ একটা বড় ভূমিকা রাখে। আমাদের সমাজ মানুষের সামাজিক পরিচয়ের কিছু ছকবাঁধা পরিচয় নির্ধারণ করে রেখেছে। সমাজের এসব নির্ধারিত পরিচয়ের বাইরেও মানুষের পরিচয় রয়েছে। আমাদের সমাজের এই আত্মনির্ণয় বিপন্ন মানুষদের গল্প বলার প্রয়াসই ঊনপুরুষ।

One thought on “মঞ্চে নবরসের ‘ঊনপুরুষ’

  • February 10, 2024 at 1:46 am
    Permalink

    Fantastic site Lots of helpful information here I am sending it to some friends ans additionally sharing in delicious And of course thanks for your effort

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *