মণিরামপুরে নানা প্রতিকূলতার মধ্যে ঘেরে মাছ ছাড়লেন অপূর্ব বিশ্বাস

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরের মণিরামপুর ১৫নং কুলটিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের বিশিষ্ট ঘের ব্যবসায়ী অপূর্ব বিশ্বাস মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১.০০ ঘটিকায় স্থানীয় জনপ্রতিনিধি যুবসমাজ ও জমির মালিকদের সাথে নিয়ে ঘেরে মাছ ছাড়লেন। এ সময় উপস্থিতি ছিলেন-স্থানীয় জনপ্রতিনিধি আদিত্য কুমার মল্লিক, প্রভাত চ্যাটার্জি। যুব সমাজের মধ্যে ছিলেন, অভি মল্লিক, হালিম হোসেন, রোপ মোল্লা, প্রজ্জল বিশ্বাস,গৌতম ধর, মিঠুন ধর, সুদীপ সিংহ আরো অনেকে। এছাড়াও আরো উপস্থিতি ছিলেন জমির মালিকগণ। ঘটনার বিবরণে জানা যায়-মনিরামপুর উপজেলার আলিপুর-১৪৬ গাবরডাঙা-১৫১ মৌজার মধ্যবর্তী ঘেরের অপূর্ব বিশ্বাসের মাছের ঘেরটির ডিডের মেয়াদ ২ বছর পর শেষ হবে। জমির মালিকরা শর্তসাপেক্ষে নতুন করে ব্যবসায়ী অপ্বু বিশ্বাসকে ঘেরটি ডিড করে দেয়। এ ঘটনা জানতে পেরে গত মাসে কতিপয় ব্যাক্তি বিভিন্ন ভাবে পায়তারা করে, ঘেরটি নিয়ে নেওয়ার চেষ্টা করে। জমির মালিকগণ জানান, এই ঘেরের ভেড়ি বাধার জন্য দুই পক্ষ অপ্র্বু ও সিরাজকে ডাকা হয় এবং ঘেরের ভেড়ি বেধে ঘের করতে হবে সেটা জানানো হয়। তখন জানা যায় সিরাজ ঘেরটা স্বপনকে হস্তান্তর করে দিয়েছে, তিনি মিটিং চলাকালীন সময়ে উঠে চলে যান, এতে জমির মালিকগন আরো ক্ষিপ্ত হয়ে , অপূর্ব বিশ্বাসকে ঘেরটা ডিড করে দেয়। জমির মালিকগন দাবি রাখে, ঘের করতে হলে পাড় বাধতে হবে, তখন অপূর্ব বিশ্বাস বলেন ডিডের মেয়াদ বাড়ালে আমি পাড় বেধে দিব। তখন জমির মালিকগন একত্রিত হয়ে পুনরায় নতুন ডিড করে দেয়। অপূর্ব বিশ্বাস জানান, আমি জোরপূর্বক কোনকিছু করিনি জমির মালিকগন আমাকে তাদের মতামতের ভিত্তিতে আমাকে ডিড করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *