‘মতি মিয়ার বায়োস্কোপ’ নিয়ে আসছেন বাবু

Share Now..

নাটক, সিনেমায় ফজলুর রহমান বাবু মানেই দর্শকদের কাছে বাড়তি কৌতূহল। প্রতিটি কাজেই তিনি মুগ্ধ করেন দর্শকদের। এবার ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। নানামুখী চরিত্রে হাজির হচ্ছেন তিনি। আজ দীপ্ত টিভিতে রাত ৮টায় প্রচারিত হবে বাবু অভিনীত ‘মতি মিয়ার বায়োস্কোপ’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। গ্রামীণ গল্পের এই নাটকে দেখা যাবে, মতিমিয়া গ্রামগঞ্জের বাজারে, দোকানের সামনে, গাছ তলায়, বিভিন্ন লোক সমাগমে, এমনকি নানা উত্সব আয়োজনে বায়োস্কোপ দেখিয়ে বেড়ায়। সেখান থেকে যে সামান্য আয়-উপার্জন হয় তা দিয়ে কোনোরকমে সংসার চালাতে খুব কষ্ট হয় তার। তবুও এই পেশাতেই নিয়োজিত থাকে সে।

স্ত্রী ফুলবানু এবং একমাত্র কন্যা ‘পারুল’কে নিয়ে মতিমিয়ার সংসার। স্ত্রী ফুলবানু, জীবিকা হিসেবে মতিমিয়ার বায়োস্কোপ নিয়ে পড়ে থাকা কোনোভাবেই পছন্দ করে না। কিন্তু মতিমিয়া তার পিতার আদর্শে বিশ্বাসী হয়ে পৈত্রিক সম্পত্ত আঁকড়ে রাখতে চায়। এটাই তার ভালোবাসা, এটাই তার জীবন। মতিমিয়াকে নিয়ে হাসি-ঠাট্টা করে সবাই। কারণ এখন সবার হাতে হাতে স্মার্টফোন। আর এই স্মার্টফোনের মাধ্যমে মুহূর্তেই সারা পৃথিবী দেখা যায়।

পৃথিবী দেখার এই সুযোগ বাদ দিয়ে কেউ কি বায়োস্কোপ দেখবে? স্ত্রী ফুলবানুর সাথে ঝগড়া হয় প্রতিনিয়তই। সে চায় মতিমিয়া অন্য কাজে সম্পৃক্ত হোক। মেয়ের  সুন্দর ভবিষ্যত্ গড়ার জন্য বেশি বেশি আয় উপার্জন করুক। কিন্তু মতিমিয়া নাছোড়বান্দা। দুঃখে, কষ্টে, জীবনযুদ্ধে ব্যর্থ মতিমিয়া বাড়ি ফিরে দেখে  মেয়ে পারুল মৃত্যু পথযাত্রী। চিত্কার করে কাঁদে স্ত্রী ফুলবানু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *