মধ্যপ্রাচ্য সফর শেষে বাইডেনের জেদ্দাহ ত্যাগ

Share Now..


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এয়ার ফোর্স ওয়ানযোগে শনিবার (১৬ জুলাই) সৌদি আরব ত্যাগ করেছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম এ অঞ্চলে তার ৪ দিনের সফর শেষ করলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

সৌদি রাষ্ট্র পরিচালিত চ্যানেল আল-একবারিয়া জানায়, জেদ্দাহ বিমান বন্দরে তাকে বিদায় জানান মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল-ফয়সাল।

চার দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শনিবার (১৬ জুলাই) সৌদি আরবের জেদ্দায় শীর্ষ সম্মেলনে জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সঙ্গ ছাড়বে না।

বাইডেন বলেন, আমরা দূরে সরে যাবো না। এমন শূন্যতা তৈরি করবো না যা চীন, রাশিয়া বা ইরান পূরণ করতে পারে।

এসময় জনগণকে ‘প্রতিশোধের ভয় ছাড়াই নেতাদের প্রশ্ন ও সমালোচনার সুযোগ দেওয়ার’ ও আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ভবিষ্যতে সেই দেশগুলোই জয়ী হবে যারা তাদের জনসংখ্যার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করবে।

আরব শীর্ষ সম্মেলনে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি দেশ; সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জর্ডান, মিসর ও ইরাকের মতো দেশগুলোও অংশ নিচ্ছে। সেখানে আঞ্চলিক নিরাপত্তা এবং দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *