‘মনমতো গল্প ছাড়া কাজ করবো না’

Share Now..


প্রায় ১ দশকের ক্যারিয়ারে বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। সেই ধারাবাহিকতায় আসছে ঈদেও একাধিক নাটকে দেখা যাবে তাকে। এরইমধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি শিগগিরই শুরু করবেন নতুন নাটকের কাজ।তৌসিফ বলেন, ‘ঈদ উপলক্ষে বেশ কয়েকটি গল্পে আমি রমজানের আগে অভিনয় করেছি এবং সামনে আরও কিছু নাটকের শুটিংয়ে অংশ নেবো। দর্শকরা আমার কাছে যেমন গল্প-চরিত্র আশা করে তেমন কিছু নাটকেই কাজ করেছি। আমি বরাবরই একটা সুন্দর চরিত্র সাবলীল অভিনয়ের মাধ্যমে তুলে ধরতে চাই। তাতে ভিউ পেলাম, কী পেলাম না তাতে মাথাব্যথা নেই। কারণ ভিউ তো একটা বাঁদর নাচের ভিডিওতেও হয়।’একটা সময় নিয়মিত তৌসিফকে নাটকে দেখা গেলেও এখন বেছে বেছে কাজ করতে চান তিনি। সংখ্যা নয়, মানের বিচারে নিজেকে উপস্থাপন করার ইচ্ছে প্রকাশ করে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি ভালো গল্প, মনমতো গল্প ছাড়া আর কাজ করবো না। কারণ যে গল্প আমার নিজেরই পছন্দ হয় না, দর্শকদের কীভাবে পছন্দ হবে! তাই এখন থেকে গল্পকে দর্শক হিসেবে ধারণ করে দেখেই অভিনয় করবো। এতে নাটকের সংখ্যা কম হলেও মানের দিক থেকে এগিয়ে থাকবে।’এদিকে অনেকেই বলছেন ওটিটি আসায় নাটকের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তবে বিষয়টিতে তৌসিফ ভিন্নমত পোষণ করে বলেন, ‘দেখুন, কারও জায়গা কেউ নিতে পারে না। প্রতিটি মাধ্যম নিজ নিজ অবস্থানেই আছে। যেহেতু মাধ্যমগুলো একটি থেকে একটি আলাদা এবং কাজগুলোতেও ভিন্নতা আছে সেহেতু আমার মনে হয় কেউ কারও প্রতিদ্বন্দ্বী হবে না।’

230 thoughts on “‘মনমতো গল্প ছাড়া কাজ করবো না’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *