মনোজ সরকার ম্যানের ১২তম মৃত্যুবার্ষিকী
Share Now..
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জের সাংবাদিক মনোজ সরকার ম্যানের ১২তম মৃত্যুবার্ষিকী (বুধবার) ১ জানুয়ারি-২০২৫ ইং। ২০১৩ সালের এই দিনে রাত সাড়ে এগারোটার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি কালীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন দৈনিক বাংলার বাণী ও পরে দৈনিক আজকের কাগজ পত্রিকার প্রতিনিধি ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মানবাধিকারের সেক্রেটারী ছিলেন এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক নবচিত্র পত্রিকার সহ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।