মনোনয়ন পাননি মেসি-নেইমার, সেরার দৌড়ে এগিয়ে এমবাপ্পে

Share Now..

কয়েকদিন আগেই দশম বারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টটির বর্ষসেরার দৌড়েও সবার চেয়ে বেশ এগিয়ে আছেন ফরাসি ফরোয়ার্ড।

লিগ ওয়ানে এ মৌসুমে এখন পর্যন্ত ২৪ গোল করেছেন এমবাপ্পে এবং করিয়েছেন আরও ১৫ গোল। তাই অবধারিতভাবেই সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন পিএসজি তারকা। তার সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন মোনাকো ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদার, মার্শেই মিডফিল্ডার দিমিত্রি পায়েত, লায়নের ব্রাজিলিয়ান তারকা লুকাস প্যাকুয়েতা ও রেঁনের মার্টিন টেরিয়ার।
তবে মনোনয়ন পাননি পিএসজি তারকা লিওনেল মেসি ও নেইমার। ইনজুরির কারণে প্রায় অর্ধেক মৌসুমই দলের বাইরে ছিলেন নেইমার। এ কারণে তার না থাকাটা একরকম অবধারিতই ছিল। অন্যদিকে, পুরো মৌসুম খেললেও নামের প্রতি সুবিচার করতে পারেননি মেসি। নিজেকে খুঁজে ফিরেছেন। হয়তো প্রথমবার লা লিগার বাইরে কোনো লিগে খেলতে আসায় খাপ খাইয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *