ময়মনসিংহ দক্ষিণ যুবদলের সভাপতি গ্রেফতার
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর গঙ্গাদাসগুহ রোড এলাকায় বিএনপির সাবেক এমপি মোশাররফ হোসেনের বাসা থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ১৫ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় রুকনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির নেতা-কর্মীদের। এতে তিন পুলিশ সদস্যসহ এক আওয়ামী লীগ নেতা আহত হন। পরে এ ঘটনায় বাদী হয়ে বিএনপির ২৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫০-৪০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বলেন, সরকার গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে যুবদল সভাপতিকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেছে পুলিশ। তিনি অবিলম্বে রুকনুজ্জামানসহ বিএনপির গ্রেফতার করা সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।
Online games that will keep you on the edge of your seat Lucky Cola