ময়মনসিংহ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শিয়ালের কামড়ে শিশুসহ সাত জন আহত হয়েছেন। উপজেলায় রাধাকানাই ইউনিয়নে পলাশতলী গ্রামে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।আহতারা হলেন, পলাশতলী গ্রামের সুনারুবাড়ী মৃত খোরশেদ আলীর ছেলে সুরুজ্জামান মাস্টার (৪৫), পথচারী আফছর আলী মেয়ে হালিমা খাতুন (৪০) বাজার পাড়া আ.মালেক স্ত্রী আমেনা খাতুন (৫৫), খোড়ার চালা আন্নাছ আলী (৪০), আবু বক্কর ছিদ্দিকের ছেলে আজাহারুল ইসলাম (২০), নাজিরপাড়ার আ. হাকিম (৩৫), ত্রিমোড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও নামাপাড়া আ. রহিমের ছেলে রাকিবুল হাসান আপন (১০)।
আহত আমেনা খাতুন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকার অবস্থায় একটি শিয়াল দৌড়ে এসে কামড় দিয়ে চলে যায়।
আ. রহিম বলেন, আমার ছেলে রাকিবুল ইসলাম আপন মাদ্রাসার ক্লাসের বিরতিতে রাত ১০টায় টিফিন করার জন্য দোকানে যাওয়ার পথে শিয়ালে কামড় দিয়ে তাকে আহত করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসার পর জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে।
সম্প্রতি একই এলাকার আরও দুইজনকে শিয়ালে কামড় দিয়ে আহত করার খবর পাওয়া গেছে।
এদিকে, শিয়ালের উৎপাতে উপজেলার পলাশতলী, গোবিন্দপুরসহ বিভিন্ন গ্রামে মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
propecia prescription They got me in quickly
Experience stunning graphics and intense action in our latest update! Lucky Cola