মশকরার পাত্রী দীপিকা!

Share Now..

সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভুয়া ভিডিও এবং ছবি প্রকাশ হওয়ায় নিন্দার ঝড় বইছে বিনোদন দুনিয়ায়। তারকা থেকে শুরু করে অনেকেই এমন কাজের সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি দাবি করছেন।

অন্যদিকে ক’দিন আগেই নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলায় তার চরিত্র নিয়ে কাঁটাছেড়া শুরু করেন নেটিজেনরা। নিন্দার ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ঝড় না থামতেই এবার রাশমিকা-ক্যাটরিনার দলে যুক্ত হলেন দীপিকা! এক বিশ্ববিদ্যালয়ের মঞ্চে মশকরার পাত্র হতে হলো দীপিকা ও তার প্রেম জীবনকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে দীপিকা অভিনীত মাস্তানির চরিত্রের আদলে সেজে এসেছেন এক ব্যক্তি। তার পেছনে মঞ্চের ওপর বড়পর্দায় দেখা যাচ্ছে দীপিকার ছবি। সঙ্গে তার বিভিন্ন সময়ের প্রাক্তন প্রেমিকরা। সেই তালিকায় রয়েছেন নীহার পা্ল্য থেকে সিদ্ধার্থ মাল্য।

এমনকি ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহের সঙ্গেও দীপিকার ছবি রাখা হয়েছে বড়পর্দার সেই ভিডিওতে। এত তারকার সঙ্গে প্রেম করে অবশেষে রণবীর সিংয়ের সঙ্গে সাতপাক ঘুরেছেন দীপিকা। তবে এমন ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করছেন তার সহকর্মী থেকে শুরু করে নেটিজেনরা। এই ঘটনার সঙ্গে যুক্ত সবার কড়া শাস্তির দাবি জানিয়েছেন তারা। যদিও বারবার সমালোচনার মুখে পড়া এই অভিনেত্রী বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *