মসজিদের এসি চুরি, বিদ্যুতায়িত হয়ে চোরের মৃত্যু
Share Now..
সিরাজগঞ্জ পৌরসভার সাহেদনগর ব্যাপারী পাড়া জামে মসজিদে গভীর রাতে এসি চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে এক চোর মারা গেছে। শক্রবার (১২ জুন) এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতের নাম সজিব শেখ (৩০)। তিনি সিরাজগঞ্জ পৌরসভার সাহেদনগর সয়াগোবিন্দ গ্রামের সমসের আলীর ছেলে
জানা যায়, রাতের কোন এক সময় চোর মসজিদের এসি চুরি করার চেষ্টা করে । এ সময় সজিব শেখ বৈদ্যুতিক সংযোগ বিছিন্নকালে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকি জানান, খবর পেয়ে পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Victory is just a respawn away Play hard Lucky Cola