মস্কো-ওয়াশিংটন সম্পর্কের উন্নতি চান পুতিন

Share Now..

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মস্কো-ওয়াশিংটন সম্পর্কের উন্নতি করতে চান বলে জানিয়েছেন। চলতি মাসে জেনেভায় পুতিন-বাইডেন প্রথম বৈঠককেই দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সম্পর্ক উন্নয়নের কথা বললেও মার্কিনীদেরর কড়া সমালোচনা করে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায় এবং সেটা তারা জনসম্মুখে সব সময়ই বলে থাকে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়। ইউক্রেন, সাইবার হামলা, পুতিনের কঠোর সমালোচক নাভালনির কারাগারে থাকা এবং মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সুইজারল্যান্ডের জেনিভায় আগামী ১৬ জুন বৈঠক করবেন। শুক্রবার সেন্ট পিটারর্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, বর্তমান শীতল অবস্থা কাটিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক কীভাবে উন্নতি করা যায় আমাদেরকে সেই পথ খুঁজে বের করতে হবে। বৈঠকে করোনাভাইরাসের মহামারি এবং জলবায়ু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সবচেয়ে শীতল সম্পর্ক বিরাজ করছে। এই জেনেভাতেই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে ১৯৮৫ সালে তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে শীর্ষ বৈঠক হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *