মহানবী (সাঃ) বিতর্ক : ঝিকরগাছায় ইমাম পরিষদের প্রতিবাদ সমাবেশ

Share Now..

আফজাল হোসেন চাঁদ :

ইন্ডিয়ার বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্বক মন্তব্য প্রকাশ করায় ওমান থেকে শুরু হয়ে কাতার, কুয়েত, ইরান ও সৌদি আরবও সোচ্চার হওয়ার পরে এবারে যশোরের ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাসস্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন ঝিকরগাছা প্রেসক্লাবের সামনে শুক্রবার বাদ জুমআ ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদ, উপজেলা কওমী ছাত্র পরিষদের নেতৃবৃন্দের সাথে হাজার হাজার র্ধমপ্রাণ মুসলমান যশোর বেনাপোল মহসড়কের দু’ধারে দাড়িয়ে এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করনে। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আল্লাহ, দ্বীন ও রসুলের উপর যখন কোন কেউ অন্যায় ভাবে আঘাত করবে তখনই ধর্মপ্রাণ মুসলমানরা সেটা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্বক মন্তব্য প্রকাশ করায় ইন্ডিয়ার বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মার ফাসি দাবি জানান। এছাড়াও উপজেলার মধ্যে সকল মসজিদের ইমামরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্বক মন্তব্য করার বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *