মহেশপুরের পান্তাপাড়ায় তিনটি রাস্তার উদ্বোধন করেন এমপি চঞ্চল
\ মহেশপুর পৌর প্রতিনিধি \
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের হুসরখালি থেকে বাগানমাঠ, মানিকহিহি থেকে পদ্মরাজপুর হয়ে চৌমহনী রাস্তা ও ঘুগরী বাজার থেকে গ্রামের ভিতর পর্যন্ত তিনটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল এ তিনটি নতুন পিচি রাস্তার উদ্ধোধন করেন। পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হুসরখালি থেকে বাগানমাঠ, মানিকহিহি থেকে পদ্মরাজপুর হয়ে চৌমহনী রাস্তা ও ঘুগরী বাজার থেকে গ্রামের ভিতর পর্যন্ত তিনটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়া, আওয়ামীলীগ নেতা শাহাজান আলী মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, সাধারণ সম্পাদক এ্যাড: মশিয়ার রহমান জিয়া প্রমুখ।
0mm anterior to bregma was used e cost cytotec without a prescription
This pattern is reminiscent of observations in breast cancer patients and suggests the potential existence of a dormant phase prior to tumor recurrence 5 buy augmentin canada Serious Use Alternative 1 voriconazole will increase the level or effect of pemigatinib by affecting hepatic intestinal enzyme CYP3A4 metabolism