মহেশপুরের পীরগাছায় কৃষক-কৃষানীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

Share Now..

\ মহেশপুর পৌর প্রতিনিধি \
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পীরগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এলাকার কৃষক-কৃষানীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক (ডি এই) ঝিনাইদহ আজগর আলী। মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের মনিটারিং কর্মকর্তা আবুল হাসান, অতিরিক্ত উপ-পরিচালক (পি পি) ডি এই ঝিনাইদহ মোঃ মোহাইমেন আক্তার, মহেশপুর কৃষি সম্পসারণ কর্মকর্তা সাবরিনা মুজাইন নাবিলা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানজিল আলম, রাশেদুল ইসলাম, রেহেনা খাতুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *