মহেশপুরের যাদবপুরে ট্রাক প্রতিকে ভোট চেয়ে এমপি চঞ্চলের গণসংযোগ
\ মহেশপুর পৌর প্রতিনিধি \
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত মহেশপুরের যাদবপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ট্রাক প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। তিনি যাদবপুর ইউনিয়নের যাদবপুর বাজার, জলুলী বাজার, মাঠিলা, লেবুতলা, গয়েশপুর, পোড়াদহ, নলপাতুয়া, পাথরাসহ বিভিন্ন বাজারে ও গ্রামে গ্রামে ট্রাক প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, যুবলীগ নেতা বদিয়ার রহমান, ইউপি সদস্য মোহাম্মদ আলী, হাজেরা খাতুনসহ যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও সকল ইউপি সদস্যবৃন্দ।