মহেশপুরে আওয়ামীলীগের নির্বাচনী জনসভায় নৌকা প্রতিকে ভোট চাইলেন মিন্টু
\ মহেশপুর পৌর প্রতিনিধি \
ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আওয়ামীলীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের নৌকার প্রার্থী সালাউদ্দীন মিয়াজী, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুননেছা মিকি, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম প্রমুখ।