মহেশপুরে আত্মহত্যা,বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পুগাপাড়া(মহেশপুর)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল বুধবার দুপুরে আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের উদ্যোগে আত্মহত্যা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,মহিলা বিষয়ক উপ-পরিচালক নিলুফার রহমান,জেলা নির্বাচন অফিসার আবু বক্কর সিদ্দিক, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খাঁন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অপূর্ব শাহা। সার্বিক দায়িত্ব পালন করেন জাস্টিস এন্ড কেয়ারের প্রতিনিধি এবিএম মুহিত হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জাস্টিস এন্ড কেয়ারের ঝিনাইদহ জেলা কো-অর্ডিনেটর আব্দুর রহমান।
Dive into a world of fantasy and unleash your inner hero! Lucky Cola