মহেশপুরে ওয়ার্ড ও ইউনিয়ন দলীয় নেতাদের ঈদ উপহার দিলেন এম,পি চঞ্চল
মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি-সম্পাদকদের সাথে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চলের এক মতবিনিময় সভা গতকাল বুধবার দুপুরে মহেশপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি-সম্পাদকদের ঈদ উপহারও দিয়েছেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
মতবিনিময় সভা বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাদারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন,কাজিরবেড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।
পরে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি-সম্পাদকদের হাতে ঈদ উপহার তুলে দেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
Level up faster with daily quests and bonuses! Lucky Cola