মহেশপুরে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ
পুড়াপাড়া(মহেশপুর)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এলাকার কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী কর্মকর্ত নয়ন কুমার রাজবংশী, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহারিয়ার আকাশ প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন খামার যান্ত্রিকীকর প্রকল্পের অধীনে উপজেলার ১২ ইউনিয়নের ২৫ জন কৃষকের মাঝে এ পাওয়ার টিলার বিতরণ করা হয়। প্রতিটি পাওয়ার টিলারের জন্য সরকার ৩৬ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছেন। গুড়দাহ গ্রামের কৃষক নাজমুল হুদা জানান, পাওয়ার টিলার পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে।
কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, মহেশপুরে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণের কারণে খাদ্য উৎপাদন আগের চেয়ে আনেক গুনে বাড়বে। পাশাপাশি স্থানীয় কৃষকেরা আধুনিক চাষাবাদের সুযোগ সুবিধা পাবে।
Ready for nonstop action? Play the hottest games online Lucky Cola