মহেশপুরে কৃষকের ধান কাটার উদ্বোধন ও কৃষি ফার্ম পরিদর্শন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
পুড়াপাড়া(মহেশপুর)প্রতিনিধিঃ
এলাকার কৃষকদের মাঠের ধান কাটা পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুসরখালি মাঠে কৃষকের ধান কাটা পরিদর্শন করেন। পরে তিনি এশিয়ার বৃহত্তম কৃষি খামার পরির্শন করেন। এসময় তিনি আমন ধানের শস্য কর্তনের উদ্বোধন, বৃক্ষ রোপন ও পেয়াজ বীজ উৎপাদন খামার পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাকের সাথে ছিলেন,ঝিনাইদহ ১-আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, ৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সেলুন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, কৃষি মন্ত্রালয়ের সচিব সাইদুল ইসলাম, কৃষি বিভাগের মহাপরিচাল বেনজির আলম,ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম,মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, কৃষি বিভাগের উপ-পরিচালক আজগর আলী,মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মতুর্জা,পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ অমল প্রমুখ।
Build your empire and crush your enemies in real-time strategy! Lucky Cola