মহেশপুরে চা দোকানী কুপিয়ে হত্যা স্বজনদের আহাজারির ছবি তোলায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলো হত্যাকারীরা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ধানহাড়িয়া গ্রামে জীবন চৌধুরী ওরফে টিটন (৩০) নামের এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত টিটন যাদবপুর ইউনিয়নের ধানহাড়িয়া ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। হত্যাকান্ডের পর মঙ্গলবার সকালে স্বজনদের আহাজারীর ছবি তুলতে গেলে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেয় হত্যারকারীরা। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, টিটন বাড়ির পাশে নিজের চায়ের দোকানে বসে ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৩টি মোটরসাইকেলে হত্যাকারীরা এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টিটনের মৃত্যু ঘটে। মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হচ্ছে। তিনি আরো বলেন, নিহত টিটনের বিরুদ্ধে প্রতারণাসহ তিনটি মামলা রয়েছে মহেশপুর থানায়। টিটন বিভিন্ন সময় র্যাব, সেনা কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে বিয়ে করে বেড়াতো। ২০১৯ সালের ১১ জুন সদর উপজেলার রতনহাট গ্রামে শ্রাবন পরিচয় দিয়ে সেনা কর্মকর্তা সেজে বিয়ে করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। নিহত ব্যক্তি ও হামলাকারী উভয় খারাপ প্রকৃতির বলে তিনি দাবি করেন। এদিকে মঙ্গলবার সকালে স্থানীয় সংবাদকর্মী আব্দুল হাকিম ছবি তুলতে গেছে হত্যাকারীরা মহেশপুরের জলুলি গ্রামের মাঠে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার মোবাইল ছিনিয়ে নেয়। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, সাংবাদিকদের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
Build your empire and crush your enemies in real-time strategy! Lucky Cola