মহেশপুরে চুরি বাঁশকাটার প্রতিবাদ করায় নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম

Share Now..

মহেশপুর প্রতিনিধিঃ
বাগান থেকে চুরি করে বাঁশকেটে নেওয়ার প্রতিবাদ করায় সখিনা বেগম (৫০),ইসমাইল হোসেন (৬০) ও শরীফুল ইসলামকে (২৫) কুপিয়ে যখম করা হয়েছে। আহতদেরকে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
এঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়েরমাঠ গ্রামে।
এলাকাবাসী জানান, বুধবার সকালে চুরি করে বাঁশকেটে নেওয়ার প্রতিবাদ করায় একই এলাকার হজরত আলী,তরিকুল ইসলাম,আক্কাস আলী ও রহমান লোহার রড ও দা দিয়ে কুপিয়ে সখিনা বেগম, ইসমাইল হোসেন ও শরীফুল ইসলামকে কুপিয়ে আহত করে।
আহত ইসমাইল হোসেন জানান, ওরা আমার বাগান থেকে চুরি করে বাঁশ কেটে নিয়ে গেছে। আমি ওদের ডেকে চুরি করে বাঁশকাটর কথা জিঙ্গাসা করতেই তারা লোহার রড ও দা দিয়ে কুপিয়ে আমাদেরকে মারধর করতে শুরু করে।
এ ঘটনায় মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *