মহেশপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
\ স্টাফ রিপোর্টার, মহেশপুর \
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান রতনের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাজিম উদ্দীন প্রমুখ। এর পূর্বে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠ থেকে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষীকির এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
You ϲann definitely see your enthuѕiasm inn the article you write.
The world һopes foor more passionate writers like
you who are not afraid to mention how they believe.
At all timeѕ go after your heart.
Allso visit my page: jersey printing; http://scoringcentral.mattiaswestlund.net/member.php?action=profile&uid=372730,