মহেশপুরে তিন লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি আটক
Share Now..
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহের মহেশপুর থেকে চার কেজি গাঁজাসহ হাফিজুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) মহেশপুর উপজেলার বজরাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাফিজুর রহমান যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বজরাপুর এলাকায় আমাদের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। সেসময় হাফিজুরকে চার কেজি গাঁজাসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। তার বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।