মহেশপুরে দুই হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে কে বা কারা দুই হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের ফলে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর গ্রামের ইদ্রিস আলী নামে এক কৃষকের ড্রাগন বাগানের দুই হাজার গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগী কৃষক ইদ্রিস আলী মালাধরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) সকালে ড্রাগন বাগানে গিয়ে গাছগুলো কাটা দেখতে পান তিনি। কৃষক ইদ্রিস আলী জানান, মালাধরপুর গ্রামের বেলতলা মাঠে ২০ শতক জমিতে ড্রাগন চাষ করেন তিনি। সোমবার দিবাগত রাতের আধারে কে বা কারা তার জমির দুই হাজার ড্রাগন গাছ কেটে ফেলা হয়। কৃষক ইদ্রিস আলীর অভিযোগ, পুর্বের মামলা তুলে না নেওয়ায় আজমপুর গ্রামের মজিবর রহমান (৭৫) ও তার ছেলে আলামিন হোসেন (৩৫) এবং ইয়ামিন (৩৭) ড্রাগন গাছ কেটে দিয়েছে। আমি এর বিচার চাই। ইদ্রিস আলী বলেন, গত বছরের ১৪ নভেম্বর মজিবর ও তার ছেলেরা আমার বাগান কেটে দিয়েছিল। ওই ঘটনায় আমি মামলা করেছিলাম। অভিযোগ অস্বীকার করে আলামিন হোসেন বলেন, আমি চায়ের দোকানদার। আমি কেন আরেকজনের বাগানের গাছ কাটতে যাবো। জমি নিয়ে ইদ্রিস আলীর সঙ্গে আমাদের বিরোধ ছিল। সেটা নিয়ে থানা ও ইউনিয়ন পরিষদে গণ্যমান্যরা থেকে একাধিকবার সালিশ করে দিয়েছে। আমরা সেসব সালিশ মেনেও নিয়েছি। ফাঁসানোর জন্য ইদ্রিস আলী নিজেই ড্রাগন গাছ কেটেছ। প্রয়োজনে থানা ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দেখতে পারেন। সালিশের দায়িত্বপ্রাপ্ত মহেশপুর থানার এসআই আলমগীর হোসেন বলেন, একটি জমির মালিকানা নিয়ে ইদ্রিস আলী, মজিবর এবং তার ছেলেদের সঙ্গে বিরোধ ছিল। ওই সালিশে মজিবরের দখলে থাকা জমির ফসল নষ্ট করায় সালিশে ইদ্রিস আলীকে জরিমানা করা হয়। কিন্তু তিনি সেই সালিশ পরে মানেননি। তাই ড্রাগন বাগান কাটা নিয়ে কোন ষড়যন্ত্র থাকতে পারে। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, কৃষক ইদ্রিস আলী ড্রাগন গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে বিট পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

One thought on “মহেশপুরে দুই হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *