মহেশপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও সততা ষ্টোরের অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে
\ পৌর প্রতিনিধি, মহেশপুর \
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৮ মে) দুপুরে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও সততা ষ্টোরের অনুদানের অর্থ গ্রহণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ১৭ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে সততা ষ্টোরের অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। দূর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ এডি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, সদস্য সচিব আবুল হোসেন লিটন, প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি শাহাজান আলী প্রমুখ। পরে ১৭ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে সততা ষ্টোরের অনুদানের অর্থ বিতরণ করা হয়।
This is the perfect blog for anybody who really wants to understand this topic.
You know so much its almost hard to argue with you (not
that I actually would want to…HaHa). You definitely put a fresh spin on a topic which
has been written about for a long time. Wonderful stuff, just wonderful!