মহেশপুরে দু’স্থানে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share Now..

\ পৌর প্রতিনিধি, মহেশপুর \
ঝিনাইদহের মহেশপুরে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’স্থানে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক কৃতিত্বে পুস্পমাল্য অর্পনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজী। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা তত্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিপু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদ মেহেবুব রনজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। অপরদিকে পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডুর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। অলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহামো¥দ, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আশরাফুননাহার শিউলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, প্রভাষক মুকুল গাজি প্রমুখ। এর পূর্বে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক কৃতিত্বে পুস্পমাল্য অর্পন করেন সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *