মহেশপুরে পত্রিকা বিক্রেতা সুজনের জানাযায় মানুষের ঢল
জালাল উদ্দীন,মহেশপুর পৌর প্রতিনিধিঃ ১৮/৫/২০২৩
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়ীয়া গ্রামের পরিচিত মুখ পত্রিকা বিক্রেতা সুজন রহমানের (৩৫) জানাযায় মানুষের ঢল। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় গাড়াবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সুজনের জানাযা অনুষ্ঠিত হয়। পরে গাড়াবাড়ীয়া গ্রামের কবর ¯’ানে তাকে দাফন করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ১ ছেলে ও মেয়েসহ অসংখ্য গুগ্রাহী রেখে গেছেন।
সুজনের জানাযায় সাংবাদিক, মহেশপুরের গন্যমান্য ব্যাক্তি ও গাড়াবাড়ীয়া-গোপালপুর গ্রামের সর্বস্তরের মানুষ অংশো গ্রহন করে।
উল্লেখ্যঃ মার্চ মাসে কিডনি রোগে অস্ত্রপাচারের পর মাজার হাড় ক্ষয় ও টিউমার রোগে ভুগছিলেন সুজন। বুধবার সকালে শারিরিক অব¯’ায় অবনতি হলে প্রথমে মহেশপুর ও পরে যশোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অব¯’ায় রাতে তার মৃত্যু হয়।
Level Beyond Limits: Play Now for a World of Endless Thrills! Lucky Cola
Experience the magic of online gaming – your passport to a world of digital wonders. Lodibet
Test your strategy and outwit opponents in our online arenas Lucky cola
Engage in strategic battles in our online games! Lucky Cola