মহেশপুরে পুলিশের হাতে চোরাই বই ও ফ্যানসহ ক্রেতা আটক

Share Now..

মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর আলফাতুন নেছা কলেজ থেকে চুরি যাওয়া ফ্যান ও বইসহ ক্রেতা আবু সুফিয়ান (৫০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে থানা পুলিশ গোয়ালহুদা গ্রাম থেকে আবু সুফিয়ানকে আটক করে। আটক কৃত আবু সুফিয়ান মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের গোয়ালহুদা গ্রামের আবুল কাশেমের ছেলে।
থানা সুত্রে জানাগেছে, গত শুক্রবার রাতে মহেশপুরের শ্যামবাজারের আলফাতুন নেছা কলেজ থেকে চুরি যাওয়া ১টি ফ্যান ও পুরাতন আর নতুন ১৩৯টি বই উদ্ধার করা হয়েছে। থানার এস আই আব্দুল জলিল গোপন সংবাদের ভিত্তিরে এসব উদ্ধার করেন।
আলফাতুন নেছা কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম জানান, গত শুক্রবার রাতের কোন এক সময় চোরেরা কলেজের তালা ভেঙ্গে ১০টি ফ্যান,কলের পাইব ও বিভিন্ন ধরনের মুল্যবান বই চুরি করে নিয়ে যায়।
আলফাতুন নেছা কলেজের সভাপতি ও পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, চুরি যাওয়া ১০টি ফ্যানের মধ্যে ১টি ফ্যান ও ১৩৯টি বই উদ্ধার করেছে পুলিশ।
মহেশপুর থানার এস আই আব্দুল জলিল জানান, চোর ধরাসহ চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

3 thoughts on “মহেশপুরে পুলিশের হাতে চোরাই বই ও ফ্যানসহ ক্রেতা আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *