মহেশপুরে বায়ার কোম্পানীর কর্মকর্তাদের সাথে কৃষি কর্মকর্তাদের মত বিনিময়
Share Now..
মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তার অফিস কক্ষে গতকাল বুধবার সকালে বায়ার কোম্পানীর কর্মকর্তাদের সাথে কৃষি কর্মকর্তাদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তরা বলেন.ভেজাল কিটনাশনের বিরুদ্ধে অভিয়ার চালিয়ে শাস্তির ব্যবস্থা করা,মেমো বহির ভুত সংগ্রহ এবং পরিবেশন করার প্রতি রিটেলারদের করা হুশিয়ারী করা হয়। সেই সাথে বায়ার কোম্পানী আইন অনুযায়ী সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী,বায়ার কোম্পানীর টেরিটোরি কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।