মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্টে পুড়ে যাওয়া দিনমজুর শহীদকে আর্থিক সহায়তা

Share Now..

\ মহেশপুর সংবাদদাতা \
ঝিনাইদহের মহেশপুর উপজেলার এস’বিকে ইউপির বজরাপুর গ্রামে হান্নান নামের এক দিনমুজুরের ছেলে দিনমজুর শহীদ (১৫) উপজেলার বেলেঘাট গ্রামে আব্দুর রশীদের বাড়িতে এস এস পাইপের কাজ সেটিং করা কালিন বিদ্যুৎতের তারে স্পষ্ট হয়ে দুটি হাত দুটি পা সহ দেহের অধিকাংশ স্থান পুড়ে গিয়ে চিকিৎসা বিহীন নিজ বাড়িতে নিথর ভাবে পড়ে আছে। তার চিকিৎসা সেবার জন্য অসহায় পরিবারের পাশে দাড়িয়ে নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করলেন উপজেলার ফতেপুর ইউপির চাঁদপুর পাড়া গ্রামের আলহাজ্ব আবুল কালাম আজাদের ছেলে হাফেজ আলহাজ্ব আলামিন সর্দার। এসময় ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, এস’বিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক সাধারণ শাহাদাৎ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাফুজ রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম সহ ফতেপুর ও এসবিকে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ গত ২২ সেপ্টেম্বর ঘটনার দিন তাকে দ্রত উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর সদর হাসপাতালে সাময়িক চিকিৎসা দিয়ে ওখান থেকে রেফার্ড করে তাকে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অর্থের অভাবে ছেলেকে ঠিকমত চিকিৎসা নিতে না পারায় বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। অর্থের অভাবে ছেলেটির ঠিকমত চিকিৎসা না হওয়ায় দীর্ঘ ২৩/২৪ দিন ধরে ঘরের মধ্যে দুর্গন্ধ অবস্থায় মৃত্যু যন্ত্রনা নিয়ে নিজ বাড়িতেই পড়ে আছে। এবিয়ে অসহায় বাবা আব্দুল হান্নান ও মা তাসলিমা খাতুন জানান তাদের মাত্র ৫ শতক বসত ভিটা ছাড়া আর কিছুই নেই। দুটি ছেলে ও একটি মেয়েকে নিয়ে দিনমুজুরি খেটেই তাদের কোন হালে দিনোপাত চলে। অর্থের অভাবে ছেলের সু-চিকিৎসা করার মত তেমন কোন সামর্থ্য নেই। ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদ্বয় সহ সরকারের বিভিন্ন পর্যায়ের সংস্থাদের প্রতি আহবান জানাচ্ছে। আর্থিক সহযোগিতার জন্য ছেলেটির পিতার বিকাশ ও নগদ নাম্বার ০১৭৩৫০৩১৬৫৯।

6 thoughts on “মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্টে পুড়ে যাওয়া দিনমজুর শহীদকে আর্থিক সহায়তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *