মহেশপুরে বেগম রোকেয়া দিবস উদর্যাপন উপলক্ষে ৫জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে
পুড়াপাড়া(মহেশপুর)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদর্যাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ জতিয়াদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবস উদর্যাপন উপলক্ষে জতিয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, হাসিনা খাতুন হেনা,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী,পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম খাইরুল আনাম, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু প্রমুখ।
পরে ৫ জন জয়িতাকে ক্রেস্ট ও সংবর্ধনা প্রধান করা হয়।
Power up your gaming—unlock exclusive features today Lucky Cola