মহেশপুরে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষীকি পালিত
Share Now..
\ মহেশপুর পৌর প্রতিনিধি \
ঝিনাইদহের মহেশপুরে মাই টিভির ১৫ বছর পর্দাপন উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকালে প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়েছে। মাইটিভির মহেশপুর প্রতিনিধি ও প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষীকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি ওবাইদুল হক, জালাল উদ্দীন প্রমুখ।