মহেশপুরে মার্সেল বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ পালিত
\ সীমান্ত প্রতিনিধি (মহেশপুর) \
গড়ি সবুজ পৃথিবী”সতেজতায় বাঁচি”
এই পতিপাদ্যকে সামনেরেখে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ মার্সেল ডিস্টিবিউশন নেটওয়ার্ক এর উদ্যোগে গতকাল বুধবার সকালে ঝিনাইদহ মহেশপুর উপজেলার ৭নং কাজিরবেড় ইউপির শামন্তা মাধ্যমিক বিদ্যালেয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। এসময় বিদ্যালয়ের ৬০০ জন শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বারোমাসি কাটিমন আমের চারা বিতরন করাহয়।
ফলজ চারা বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন-৭নং কাজীরবেড় ইউনিয়নপরিষদের চেয়ারম্যান ইয়ানবী, ইউপি সদস্য আব্দুল্লাহ স্বপন,শামন্তা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ মার্সেল ডিস্টিবিউশন নেটওয়ার্ক এর ঝিনাইদহ জেলার (আর এস এম) কাজী মসিরুল ইসলাম শাওন, ঊষা সমাজকল্যাণ সংস্থার নির্বাহি পরিচালক- মোঃ আব্দুল হান্নান, মার্সেল কোম্পানীর ডিস্টিবিউটার ও ভাই ভাই এন্টার প্রাইজ এন্ড মার্সেল শো-রুমের স্বত্ত¡াধিকারী আব্দুল গাফফার।
এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।